Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

এক্সপ্রেস ডেস্ক ॥ ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি মারা গেছেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ১৯৮০-র দশক থেকে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রাফসানজানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি মাহমুদ আহমেদিনেজাদের কাছে পরাজিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান ছিলেন। এ কাউন্সিলের কাজ হলো সংসদ ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ নিরসন করা।
১৯৩৪ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন ইরানের এই খ্যাতিমান রাজনীদিবিদ। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিদবিদ ও লেখক। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান। এছাড়া, ১৯৮০ সালে তিনি ইরানের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাফসানজানি বাংলাদেশ সফর করেছিলেন। বিবিসি