Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাওনা টাকা নিয়ে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুর গ্রামে আবুবক্কর সিদ্দিকের নিকট একই গ্রামর নুরু মিয়ার কিছু টাকা পাওনা ছিল। গতকাল নুরু মিয়া পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই সংঘর্ষে শেলিনা বেগম (৩৫) আলাউদ্দিন (৪০), আলম মিয়া (৩৮), শফিক মিয়া (৩০) সাবের মিয়া (৩৫), আবু বক্কর (৪০)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।