Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় ৪তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাবু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। গত বৃহষ্পতিবার বিকেলে ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী ইসমাইল হোসেন জসিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, এড. এস.এম ইলিয়াছ, অত্র মাদ্রাসার গর্ভনিং বডির সহ-সভাপতি মাওঃ মস্তোফা আহমদ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী মাহবুব আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাসুদ, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাইদুর রহমান, গর্ভনিং বডির সদস্য হাজ্বী লুৎফুর রহমান, ছনাওর হোসেন খাঁন, সৈয়দ আহমদ আলী, বিশিষ্ঠ মুরুব্বি শামছু মিয়া, লন্ডন প্রবাসী ইন্তেকাব আলম, হাজ্বী শফিক মিয়া, ইমাদ আলী, সাবেক ইউপি মেম্বার ইয়াওর মিয়া, সৈয়দ রহিম আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলী আক্কাছ মোল্লা। সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, নবীগঞ্জ-বাহুবল এলাকায় শিক্ষাক্ষেত্রে বিপ্লব সৃষ্ঠি হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে আরো পদক্ষেপ নেয় হবে। সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার ফলাফলে সন্তেুাষ প্রকাশ করে তিনি বলেন, অত্র মাদ্রাসা বিজ্ঞান শাখা চালু ও কামিল ক্লাসে উন্নতিকরনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি মাদ্রাসায় সার্বিক উন্নয়নসহ জাতীয়করণে প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।