Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অচিরেই হবিগঞ্জ-বানিয়াচং সড়ককে জেনারেল এম.এ রব’র নামে নামকরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতিসন্তান, স্বাধীন বাংলার গৌরব, তৎকালীন চীফ অব স্টাফ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মরহুম মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুর রব (বীর উত্তম এম.এন.এ পি. এস.সি) এর আঠানব্বইতম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজীবন সদস্যদের সম্মাননা প্রদান ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের আজীবন সদস্য আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় পবিত্র ক্বোরআন তিলাওয়াত করেন খন্দকার মাওলানা নাছির উদ্দিন ও গীতা পাঠ করেন দিপু দাস। সংগঠনের যুগ্ম সম্পাদক কবি এম এ ওয়াহিদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবক মাওলানা কে.এম.এ ওয়াহাব নাঈমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোহাম্মাদ আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুস আলী সরকার, জাতীয় কবিতা মঞ্চের ভাইস্ চেয়ারম্যান এম শরীফুল ইসলাম, সিনিয়র আইনজীবি এডভোকেট কামাল আহমদ, জেলা পরিষদ নব-নির্বাচিত সদস্য এডভোকেট এম সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান, লায়ন প্রকৌশলী এম. এ মোমিন চৌধুরী বুলবুল, বীর মুক্তিযোদ্ধা সাদা মনের মানুষ গাজী শাহ্ জাহান চিশতী, আবু হেনা মোস্তফা কামাল, সিবিএ নেতা শাহ্ জয়নাল আবেদীন রাসেল, আলহাজ্ব এম.এ মতিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এনামুল হক চৌধুরী, খাগাউড়া ইউপি এর প্রতিনিধি আব্দুর রহিম মেম্বার, আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ আঃ কাইয়ূম, ডাঃ মিজানুর রহমান, নাহার বেগম চৌধুরী, আলহাজ্ব সালেহা বেগম চৌধুরী, রেবা চৌধুরী, ফিরোজ চৌধুরী, দিলীপ চৌধুরী, মামুন চৌধুরী, বদর উদ্দিন আহমদ, লিয়াকত আলী, আলহাজ্ব সবর আলী, কাজী নোমান উদ্দিন, কামরুজ্জামান খাঁন ইমরান, ফজিলাতুন্নাহার, হালিমা খানম, তহুরা, জুসনা আক্তার, এ.এস.এ মায়িদ, কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ এমপি এম.এ মজিদ খানের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে এডঃ এম.এ মজিদ খাঁন এমপি আশ্বাস দিয়ে বলেন জেনারেল এম.এ রব ব্যতিত রাজনীতি করা উচিত হবে না। অচিরেই হবিগঞ্জ-বানিয়াচং সড়ককে “জেনারেল এম.এ রব আঞ্চলিক মহা-সড়কে উদ্বোধন করা হবে। তিনি বলেন, আজ সময় এসেছে এম.এ রব সাহেবকে ঐক্যবদ্ধভাবে স্মরণীয় এবং বরণীয় করা। রব গবেষণা পরিষদের প্রতিটি দাবি এ সরকারের আমলে পুরণ করা হবে। অনুষ্ঠানে আট জন অতিথিকে সংবর্ধনা ক্রেষ্ট ও ৫১ জন আজীবন সদস্যকে সনদ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।