Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেনারেল এম এ রব ব্যতিত রাজনীতি করা উচিত হবে না-এমপি মজিদ খান

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের কৃতি সন্তান, স্বাধীন বাংলার গৌরব, বৃহত্তর সিলেটের বীরসেনানী তৎকালীন চীফ অব স্টাফ মরহুম মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুর রব (বীর উত্তম এম.এন.এ পি.এস.সি) এর ৯৮তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজীবন সদস্যদের সম্মাননা প্রদান ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আজীবন সদস্য আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন খন্দকার মাওঃ নাছির উদ্দিন ও গীতা পাঠ করেন দিপু দাস। সংগঠনের যুগ্ম সম্পাদক কবি এম এ ওয়াহিদের পরিচালনায় স্বাগত বক্তব্যদেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবক মাওঃ কে এম এ ওয়াহাব নাঈমী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ এমরান হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী মোহাম্মাদ কুদ্দুস আলী সরকার, জাতীয় কবিতা মঞ্চের ভাইস্ চেয়ারম্যানর এম শরীফুল ইসলাম, সিনিয়র আইনজীবি এডঃ কামাল আহমদ, জেলা পরিষদ নব-নির্বাচিত সদস্য এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান, লায়ন প্রকৌশলী এম এ মোমিন চৌধুরী বুলবুল, বীর মুক্তিযোদ্ধা সাদা মনের মানুষ গাজী শাহ্ জাহান চিশতী, আবু হেনা মোস্তফা কামাল, সিবিএ নেতা শাহ্ জয়নাল আবেদীন রাসেল, আলহাজ্ব এম এ মতিন চৌধুরী, এনামুল হক চৌধুরী, আব্দুর রহিম মেম্বার, আলহাজ্ব কাজী মাওঃ মোহাম্মাদ আঃ কাইয়ূম, ডাঃ মিজানুর রহমান, নাহার বেগম চৌধুরী, আলহাজ্ব সালেহা বেগম চৌধুরী, রেবা চৌধুরী, ফিরোজ চৌধুরী, দিলীপ চৌধুরী, মামুন চৌধুরী, বদর উদ্দিন আহমদ, লিয়াকত আলী, আলহাজ্ব সবর আলী, কাজী নোমান উদ্দিন, কামরুজ্জামান খাঁন ইমরান, ফজিলাতুন্নাহার, হালিমা খানম, তহুরা, জুসনা আক্তার, এ.এস.এ মায়িদ, কামাল আহমদ প্রমূখ। প্রধান অতিথি এডঃ আব্দুল মজিদ খাঁন আশ্বাস দিয়ে বলেন জেনারেল এম.এ রব ব্যতিত রাজনীতি করা উচিত হবে না। অচিরেই হবিগঞ্জ-বানিয়াচং সড়ককে “জেনারেল এম.এ রব আঞ্চলিক মহা সড়কে উদ্বোধন করা হবে।