Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে অসুস্থ্য বিরল বাঁশ ভাল্লুক এখন চিকিৎসাধীন

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে বিলুপ্ত প্রায় একটি বাঁশ ভাল্লুক।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ফাউন্ডেশনের সহকারী পরিচালক সজল দেব এর সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহেরপুরে লোকালয়ে এই বাঁশ ভাল্লুকটি ধরা পড়ে। খবর পেয়ে সিলেট বন বিভাগ সেখানে গিয়ে মাথায় গুরুতর আহত অবস্থায় ভাল্লুকটিকে উদ্ধার করে। পরে মঙ্গলবার বিকেল ৩টায় মৌলভীবাজার বন বিভাগ এর মাধ্যমে শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে ভেটেরিয়াম সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম প্রাণীটির চিকিৎসা প্রদান করেন। এবং প্রাণীটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাগাদ বাঁশ ভাল্লুকটি সুস্থ্য হতে পারে সে বিষয়ে বলতে পারছেন না চিকিৎসকরা।
বাঁশ ভাল্লুক (বৈজ্ঞানিক নাম অৎপঃরপঃং ইরহঃঁৎড়হম)। এটি সাধারণত সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এর গভীর জঙ্গলে এই প্রাণীটি বাস করে। এর লেজ প্রায় ৩ ফুট লম্বা হয়ে থাকে। এবং লেজের সামনের ভাগ দিয়ে যেকোন বস্তু আকড়ে ধরতে পারে। এটি গেছো স্বভাবের এবং এটি সর্বভুক প্রাণী।