Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ॥ উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ আগামী ১৪ ফেব্র“য়ারী বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে উৎসব মূখর পরিবেশ গতকাল শুক্রবার বিভিন্ন পদে প্রার্থীরা বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াছ মিয়া ও সদস্য সচিব মোঃ আব্দুল হক’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সভাপতি মোঃ জয়নাল মিয়া ও সাবেক সভাপতি আলহাজ্ব হারুন মিয়া। ১টি পদের বিপরীতে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ নুরুল হক, হারুনুর রশীদ, দেলোয়ার হোসেন, আব্দুল হান্নান ও নুরুল আমিন। ২টি পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। এ পদে একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া। এ পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ সাহিদুর রহমান ও মোঃ শাহ আলম। ১টি পদের বিপরীতে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ আলী আকবর। এ পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাঃ মোঃ হাফিজ উদ্দিন ও হাফিজুর রহমান রুবেল। ১ পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ সোহেল মিয়া, আনহার মিয়া, শাহানুর মিয়া, মিজানুর রহমান ও নবীর আলী। ৪ টি পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩ ফেব্র“য়ারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্র“য়ারী বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ৫ সদস্য বিশিষ্ঠ একটি নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মুরুব্বী সর্দার মোঃ ইলিয়াছ মিয়া, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল হক। সদস্যরা হলেন প্রেসক্লাব সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ, হাজ্বী শফিকুর রহমান ও আজমল হোসেন খান টেনু মিয়া।