Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আল্লাহর দরবারে বান্দার প্রিয় ইবাদত ‘বাবা-মার সেবা’

এক্সপ্রেস ডেস্ক ॥ হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. বলেন, তিনি রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোন আমল বা কাজ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়? তিনি উত্তরে বলেন, সময়মত নামাজ আদায় করা। আমি জিজ্ঞাসা করলাম, এরপরে কী? তিনি উত্তর করলেন, বাবা-মার প্রতি সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কী? তিনি উত্তর করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। [বুখারি, মুসলিম]
হযরত আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. কে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, তা হলোÑ আল্লাহর সাথে কাউকে শরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সাথে অসদাচারণ করা কিংবা তাদের আঘাত দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। [বুখারি]
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আছ রা. বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমন করল এবং বলল, আমি আপনার কাছে হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদের বায়আত হতে এসেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তার বাবা-মা বেঁচে আছে কিনা। লোকটি উত্তর করল, হ্যাঁ, উভয়েই বেঁচে আছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বাবা-মার কাছে ফিরে যাও এবং তাদের সেবা কর। [বুখারি, মুসলিম]