স্টাফ রিপোর্টার ॥ নৈতিক চরিত্র গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে প্রযুক্তির অপঃপ্রয়োগের ফলে শিশুদের সুন্দর ও নান্দনিক জীবন থেকে বিচ্যুত হবার সুযোগ ও সম্ভাবনা আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। তাই শিক্ষা জীবনের শুরুতেই যদি শিশুরা মূল্যবোধ ও নৈতিকতার পাঠ গ্রহণ করতে পারে তাহলে এই বিচ্যুতি অনেকটাই রোধ করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৬ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক আল্পনা কর্মকার ও শ্রীশ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার পাল। প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শিক্ষক রতœা ভট্টাচার্য্য। পরে ২০১৬ শিক্ষাবর্ষে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়। প্রসঙ্গত, হবিগঞ্জের ১৪৯টি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রে ৪ হাজার ৪৪৫ জন শিক্ষার্থীকে প্রতি বছর প্রাক-প্রাথমিক স্তরে শিক্ষাদান করা হচ্ছে।