Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিশাল র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ শহরের আরডি হল থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরুল হেরা মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় সম্মানীত অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফতার তনু, মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ।
সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মখলিছুর রহমান ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, মিজানুর রহমান, আতাউর রহমান লিটন, জিয়াউর রহমান আলমগীর, শফিকুল আলম লিটন, হারিছ চৌধুরী, শেখ মখলিছুর রহমান, শাহ আঙ্গুর আলী, সৈয়দ রুহেব হোসাইন, এমদাদুল হক চৌধুরী লিটন, রায়েদ চৌধুরী রিংকু, ছাদিরুজ্জামান খান জুসেফ, রুনাক হাসান তারেক, নুরুল হক, মহিবুল ইসলাম সুমন, বেলাল আহমেদ, শিপন আহমেদ আছকির, জসিম উদ্দিন, এডঃ জাদিল আহমেদ, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান রিংকু, আব্দুল আহাদ তুষার, মইনুল ইসলাম, আজিজ সিদ্দিকী, আল আমিন সরদার, কায়েছ মুন্তাকিম, শাহ আলম, এহসানুল আজমান, ইফতেকার তরফদার তারেক, নাসির উদ্দিন, মামুন খান, শেখ রিয়াজ উদ্দিন, জায়েদুল হক, সাইদুর রহমান, শেখ আব্দুল আজিজ, আব্দুল হালিম, আল আমিন তালুকদার, রাশেদুর রহমান রাশেদ, রেজাউল করিম, জুবায়ের আহমেদ, মোহন চৌধুরী, কামরুজ্জামান, তৌহিদুর রহমান অনি, হানিফ আহমেদ নিরব, লুৎফুর রহমান, সালমান মিয়া, আশিকুর রহমান খান, রাকিবুল হাসান হুমায়ুন, অলিউর রহমান হান্নান, হেলাল বাবু, ইকবাল আহমেদ, মধু মিয়া, ইয়ামানুল হক এমরান, সফিকুল ইসলাম রুহেল, জহিরুল ইসলাম, রায়হান আহমেদ, নাজমুস সাকিব শুভ, মোশাররফ, নাদিম, আব্দুর রউফ, মিয়া মোঃ জাহেদ, মেহেদি হাসান, নুরুজ্জামান, সাইফুল তালুকদার তানভির, সফিকুল আলম রকি, আবুল কালাম, উজ্জল আহমেদ, আব্দুস সালাম, আব্দুর রউফ প্রমুখ।