Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রবাসী জুলফিকার দু’লাখ টাকা অনুদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের কালাপুর গ্রামে অবস্থিত হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। গতকাল রবিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার প্রথম পর্বে সারাদেশের পাঠপুস্তক বিতরণ উৎসব ২০১৭ এর অংশ হিসেবে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রোটারী ক্লাব ব্রমসগ্র“ভ চাপ্টারের প্রতিধিনি যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক জুলফিকার আলম চৌধুরীর সৌজন্যে বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুলফিকার আলম চৌধুরী। বিদ্যালয়ের উন্নয়নে তিনি দুই লাখ টাকা অনুদানের ঘোষনা দেন এবং চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম দাস, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হালীম, স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ ও রাগীব-রাবেয়া কলেজ পানিউমদার প্রভাষক শংকর দত্ত। বক্তারা হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের ফলাফল ও সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিসা’র সমন্বয়কারী জুহিনুর চৌধুরী। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ‘লিসা’র সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল আসাদ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরুব্বী শাহ গেদা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক চৌধুরী, অলিউর রহমান, আব্দুল বাছিত, চ্যানেল এসের সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।