Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাইটওয়ে একাডেমী’র শুভ উদ্বোধন করলেন ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরের কোরেশনগর এলাকায় অবস্থিত রাইটওয়ে একাডেমী’র শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ’র সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল শনিবার দুপুর ১২ টায় রাইটওয়ে একাডেমী’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাইটওয়ে একাডেমীর উপদেষ্ঠা শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেনেন রাইটওয়ে একাডেমীর অধ্যক্ষ আফজাল আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল আউয়াল, রেনেসা ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালক আবু নাছের মোঃ শাহীন। এতে বক্তব্য রাখেন, সাজিদুর রহমান সেজু, সোহেল এ চৌধুরী, আব্দুর রহমান মইনুল, কামরুল হাসান কাজল, শফিকুর রহমান শফিক, আজিজ সিদ্দিকী, গাজী লিটন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে একাডেমীর শুভ সুচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, একবিংশ শতকের চ্যালেঞ্জ নিয়ে সেমি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান রাইটওয়ে একাডেমীর যাত্রা শুরু হয়েছে। একাডেমী পরিচালকদের দক্ষ পরিচালনায় এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। পরিশেষে রাইটওয়ে একাডেমীর মঙ্গলকামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।