Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালিত

স্টাফ রিপোর্টার ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা ও পৌর শাখা, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা ও পৌর শাখা, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, পূজা ও উৎসব উদযাপন পরিষদ, আইনজীবি ঐক্য পরিষদ, হবিগঞ্জ ইস্কন, বৌদ্ধ সমিতি, ঋষি পঞ্চায়েত ফোরাম, রবিদাস সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হল সম্মুখে এ অবস্থান কর্মসূচিত পালন করা হয়। সভায় বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করুণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, শাহাব উদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশবলীর বাস্তবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালায় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং যুক্ত নির্বাচনের ভিত্তিতে জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্টির জন্য ৬০ টি আসন সংরক্ষনের দাবী জানান।
এডঃ অহিন্দ্র কুমার দত্ত চৌধুরীর সভাপতিত্বে ও এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, এডঃ রঞ্জিত দত্ত, জগদীশ চন্দ্র মোদক, এডঃ গৌরাঙ্গ চন্দ্র শীল, এডঃ মুরলী ধর দাশ, হৃদয়ানন্দ নিমাই দাস ব্রহ্মচারী, এডঃ নলীনি কান্ত রায় নিরু, শ্রীমন্ত রায়, এডঃ সুধাংশু সুত্রধর, স্বপন লাল বণিক, অনুপ কুমার দেব মনা, শংখ শুভ্র রায়, সুধাংশু সুত্রধর, ডাঃ স্বপন বড়–য়া, রঙ্গলাল রবি দাস, লিটন কুমার ঋষি, ধ্র“বজ্যোতি দাশ টিটু, শ্রীমতি চন্দ্রা দেব প্রমূখ।