Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা মডেল হাই স্কুলের কৃতিত্ব

নবীগঞ্জের কুর্শি ইউপির বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাই স্কুল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। জেএসসি পরীক্ষায় ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১টি (এ প্লাস), ৭টি (এ) এবং ৫টি (এ-) নিয়ে শতভাগ সফলতা দেখিয়েছে। এছাড়াও বিদ্যালয়ের প্রাথমিক শাখা থেকে পিইসি পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩টি (এ প্লাস) ৬টি (এ) এবং ৫টি (এ-) নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অল্পের জন্য দুটি শাখায় ১২টি (এপ্লাস) অর্জনের ব্যর্থতা বিধি মোতাবেক (উত্তরপত্র যাচাই) খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে তালুকদার আবুল কাউছার শুভ, পিইসি পরীক্ষায় ফারজানা তালুকদার, জান্নাতুল ফেরদৌস তালুকদার এবং সুমাইয়া আক্তার জিম এ প্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠিত সোনার বাংলা মডেল হাই স্কুল নিয়মিত বৃত্তিসহ শতভাগ সফলতা দেখিয়ে আসছে। নিজেস্ব ক্যাম্পাসে পরিচালিত বিদ্যালয়ের উন্নয়নে নিবন্ধিত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ক্রিড়া, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আর্তসামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক কুর্শি ইউনিয়ন পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত সকল শিক্ষক, শিক্ষিকা এবং অভিবাবক মহলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।