Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন ॥ সদস্য নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হবিগঞ্জ জেলার ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৪টি সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত নারী ৫টি ওয়ার্ডে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে মামলা জনিত কারণে ১২ নং সাধারণ ওয়ার্ডে নির্বাচন স্থগিত রয়েছে। ১৩ নং ওয়ার্ড ২জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে তাদের ফলাফল নির্ধারণ করা হয়। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইতিপূর্বে চেয়ারম্যান পদে জেলা পরিষদের সাবেক প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ হলেন-হবিগঞ্জ সাধারণ ১নং ওয়ার্ড (আজমীরীগঞ্জ) নামজুল হাসান, হবিগঞ্জ সাধারণ ২নং ওয়ার্ডে (বানিয়াচং) মনির হোসেন খান, হবিগঞ্জ সাধারণ ৩নং ওয়ার্ড (বানিয়াচং) আশিক মিয়া, হবিগঞ্জ সাধারণ ৪ ওয়ার্ড (নবীগঞ্জ) আব্দুল মতিন আছাব, হবিগঞ্জ সাধারণ ৫ ওয়ার্ড (নবীগঞ্জ) আব্দুল মালিক, হবিগঞ্জ সাধারণ ৬নং ওয়ার্ড (নবীগঞ্জ-বাহুবল আংশিক) এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ সাধারণ ৭ নং ওয়ার্ড (বাহুবল) আলাউর রহমান সাহেদ, হবিগঞ্জ সাধারণ ৮নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর) নুরুল আমীন ওসমান, হবিগঞ্জ সাধারণ ৯নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর) আব্দুল মুকিত, হবিগঞ্জ সাধারণ ১০নং ওয়ার্ড (শায়েস্তাগঞ্জ) আব্দুল রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ সাধারণ ১১ নং ওয়ার্ড (লাখাই) মুরশেদ কামাল, হবিগঞ্জ সাধারণ ১২নং ওয়ার্ড (চুনারুঘাট) মামলা জটিলতায় নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। হবিগঞ্জ সাধারণ ১৩নং ওয়ার্ড (চুনারুঘাট) ফরিদ আহমেদ তালুকদার (লটারীর মাধ্যমে বিজয়ী), হবিগঞ্জ-১৪নং ওয়ার্ড (মাধবপুর) সৈয়দ মোঃ শামীম এবং হবিগঞ্জ সাধারণ ১৫নং ওয়ার্ড (মাধবপুর) মহি উদ্দিন কামাল নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচিতরা হলেন- হবিগঞ্জ-১ রৌশনারা আক্তার লাকী, হবিগঞ্জ-২ শিরিন আক্তার, হবিগঞ্জ-৩ মোছাঃ আলেয়া বেগম, হবিগঞ্জ-৪ ছলেহা আক্তার ও হবিগঞ্জ-৫ ফাতেমা তুজ জহুরা রিনা।