Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা পরিষদের সমন্বয় সভায় ॥ ব্র্যাকের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের নিন্দা প্রস্তাব পাশ করানোর ব্যর্থ চেষ্টা!

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ব্র্যাকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান! এ ঘটনা এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, সরকারের অনুমোদন নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের বৃহত্তম এনজিও ব্র্যাক বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে ‘সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়’ ও খাগাউড়া ইউনিয়নের কুর্শ্বা খাগাউড়া গ্রামে ‘কুর্শ্বা খাগাউড়া মহাবিদ্যালয়’ নামে দু’টি হাই স্কুল প্রতিষ্ঠা করে। গত ১ জানুয়ারী উপজেলার সকল স্কুলের শিক্ষার্থীরা বই পেলেও শুধু পায়নি ব্র্যাক প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দু’টির শিক্ষার্থীরা। কারণ উপজেলা চেয়ারম্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাফি উল্লা সরকারকে বই দিতে নিষেধ করেন। এনিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা অফিসারের টনক নড়ে। অবশেষে গত ২৩ জানুয়ারী এই দু’টি হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হয়। এতে অপমান বোধ করে উপজেলা চেয়ারম্যান গতকাল ৩০ জানুয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ব্র্যাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে বক্তব্য রেখে নিন্দা প্রস্তাব পাশ করানোর চেষ্টা চালান। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাফি উল্লাহ সরকার ছাড়া সভায় উপস্থিত অন্য কেউ চেয়ারম্যানের বক্তব্যকে আমলে নেননি। বরং কোন কোন ইউপি চেয়ারম্যান বিরোধিতা করেন উপজেলা চেয়ারম্যানের বক্তৃতার। ফলে উপজেলা চেয়ারম্যানের উদ্দেশ্য ব্যর্থ হয়।
ইউএনও এস এম মুনীর উদ্দিন কর্মস্থলের বাহিরে থাকায় এসিল্যান্ড মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ৭নং বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান শাফিক মিয়া, ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান আঙ্গুর মিয়া, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ১২নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, ১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।