Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আসামীদের ধরছে না পুলিশ ॥ সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ রাজনগরের ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিচার চাইলেন রাবেয়া হাউজিং স্বত্ত্বাধিকারী রাজু

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকার একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীদের নির্যাতনে অতিষ্ট হয়ে আইনি সহায়তা পেতে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া হাউজিং সোসাইটির স্বত্তাধিকারী সাইফুল আলম রাজু। গতকাল সোমবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সাংবাদিকদের মাধ্যমে এ সহায়তা চান। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি উল্লেখ করেন হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা মরহুম আরশাদ আলী তার দাদা। ন্যায় বিচারক হিসেবে তিনি সকলের কাছে সুপরিচিত ছিলেন। আরশাদ আলীর মৃত্যুর পর তার সুনাম বিভিন্নভাবে ক্ষুন্ন করেছেন তার পুত্ররা। তিনি মৃত্যুর আগে পুত্রদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলকে বাড়ি থেকে বের করেন দিয়েছিলেন। এরপর মরহুম আরশাদ আলীর পুত্র এটিএম মিলন (৪২) ও মামুন মিয়া (৫৫) এলাকার মানুষকে নানাভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন শুরু করে। এরই অংশ হিসেবে ১৯৮৮ সালে গেদা মিয়া নামের এক ব্যক্তিকে তারা নির্মমভাবে হত্যা করে এবং ওই পরিবারের অন্য সদস্যদের নির্যাতন করে। তাদের আঘাতের কারণে অকালে ওই পরিবারের মামুন মিয়া ও ফজল মিয়া নামের দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন। এটিএম মিলন ও ভুক্তভোগী রাজুর ভাই সাজু মিয়া তার চাচাত চাচা হাসানুজ্জামান হাসানের উপর হামলা চালায়। এতে হাসানুজ্জামান পঙ্গুত্ব বরণ করেন। শুধু তাই নয়, মামুন মিয়ার কুপরামর্শে নির্যাতনের শিকার হয়েছেন বাবুল মিয়া নামের তার আরেক চাচা। তিনিও গত ১৪ বছর ধরে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ছাড়া এটিএম মিলন এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি নিজেই নিজেকে একজন নেশাখোর দাবি করেন। সম্প্রতি তার এই অন্যায় কাজে সহযোগিতা করতে তার সাথে যোগ দিয়েছে তার সহোদর (ছোট ভাই) সাজু মিয়া। তারা রাজনগর এতিমখানা সড়ক এলাকার মধু মিয়া নামের এক ব্যক্তির ভাড়াটিয়া মস্তান হিসেবে নিজেদের পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। মরহুম আরশাদ আলীর পুত্র মিলন ও মামুন ষড়যন্ত্র করে আরশাদ আলীর আরেক পুত্র রাজুর পিতা এটিএম মাসুদকে কলংকিত করে সমাজচ্যুত করে। যার শোক সহ্য করতে না পেরে এটিএম মাসুদ ও তার স্ত্রীকে মৃত্যুবরণ করতে হয়। দুর্বৃত্তরা রাজুর পিতার মতো তাকেও সমাজ ও প্রশাসনের চোখে কলংকিত করার ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে তাকে ড্রাগ ডিলার বলে প্রচার করছে। সংবাদ সম্মেলনে রাজু বলেন, এটিএম মিলন ও মামুন মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা তার সহায় সম্পত্তির উপর কুদৃষ্টি দিয়েছে এবং তাকে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে। দীর্ঘদিন ধরে তার সম্পত্তিগুলো দখলের পায়তারা করছে মিলন ও মামুন মিয়া। ষড়যন্ত্র ও দখলের পায়তারার অংশ হিসেবে রাজুর সহোদর (ছোট ভাই) সাজু মিয়াকে কুপরামর্শ দিয়ে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ফলে ভাইয়ে ভাইয়ে বিরোধ ও ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মিলন মিয়া, মামুন মিয়া, রাজুর ছোট ভাই সাজু মিয়াকে ভুল বুঝিয়ে তাদের দলবল নিয়ে দা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজুর বসতঘরে এবং রাজুর উপর হামলা চালায়। তারা রাজুকে আহত করে ঘরের ভেতর আলমিরার মধ্যে রাখা নগদ টাকাসহ তার মালিকানাধীন জমির কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাবার সময় এ বিষয়ে কোন বাড়াবাড়ি কিংবা মামলা মোকদ্দমা না করতে হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে গত ১৮ ডিসেম্বর মিলন মিয়া, মামুন মিয়া ও সাজু মিয়াসহ অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করেন রাজু মিয়া। মামলাটি এফআইআর গণ্যে রুজু হলে তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই অরূপ কুমার চৌধুরীকে। কিন্তু মামলা রুজু হলেও অজ্ঞাত কারণে পুলিশ আসামীদের ধরতে পারছে না বলে তিনি উল্লেখ করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ এজাহারে বর্ণিত সাক্ষি মামুন মিয়াকে ভয়ভীতি প্রদর্শন এবং কিলঘুষি লাথি মেরে আহত করে উল্লেখিতরা। এ সময় তারা লোক সম্মুখে সাক্ষিকে মিথ্যা সাক্ষি হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায়। পুনরায় মামুন যাতে সাক্ষি দিতে না পেরে সেজন্য তাকে কর্মস্থলে আসলে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে রাজু এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও তারা এর কোন সুরাহা করতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন। আর এতে করে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন এবং পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। তিনি প্রশাসনের নিকট বিষয়টির সঠিক তদন্ত দাবি করে মানহানির বিচার দাবি করেন।