Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আগামী ২০১৮ সালের মধ্যে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ লাইন পৌছে যাবে। এলাকার জনগণের আর বিদ্যুতের অভাব বোধ করতে হবে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। কৃষিতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। তাছাড়া বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।
তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলে ৫০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-নবীগঞ্জ সড়ক, ১১৬ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের চলমান। বিগত ছয় বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জে ৩৫০ কিলোমিটার এলাকা বিদ্যুতায়ন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে গতিশীল করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি গতকাল বিকালে বানিয়াচং উপজেলার গুনই গ্রামের কিছু অংশে বিদ্যুত লাইন সুইচ টিপে উদ্বোধনকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৪ লাখ টাকা। প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত লাইন দ্বারা ৪৪৩টি পরিবারে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হয়।
সাবেক মেম্বার শাহ নূরুজ্জামান এর সভাপতিত্বে ও শাহ আঃ খালেকের পরিচালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আবু জাফর, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শাহ খলিলুর রহমান, ডাঃ আব্দুল মন্নান, সাবেক মেম্বার ছালেক মিয়া, সাবেক মেম্বার তালেবর মিয়া, শাহ নূরুল হক। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন শাহ মসুদ কুরাশী মক্কী।
উক্ত বিদ্যুৎ লাইন উদ্বোধনের পূর্বে এমপি মজিদ খান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব হাজেরা খাতুন ও হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুনকে নিয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক ও বানিয়াচং-নবীগঞ্জ মেজর জেনারেল এম এ রব সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।