Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বড়দিনের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের প্রতি সজাগ থাকতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ শান্তির শহর। এখানকার মানুষ শান্তিপ্রিয়। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই হবিগঞ্জবাসীর চলাফেরা। এখানকার মানুষজন কোন ধর্মের নামে কোন উচ্ছুখল গোষ্ঠীকে প্রশ্রয় দেয় না। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বড়দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। একটি কুচক্রী মহল শান্তির শহর হবিগঞ্জকে অশান্ত করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের প্রতি সজাগ থাকতে হবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতে যারা আঘাত করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। দুপুরে ড. জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। এর আগে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল থেকে আসা এতিম শিশুরা একটি ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে। এর পূর্বে সকালে শহরের পিটিআই রোডের খ্রিষ্টান মিশনে সকালে চার্চে প্রার্থণা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. জন সরকার। প্রার্থণা করান ফাদার মাইকেল সরকার।