Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম আর নেই ॥ আজ ২টায় জানাযা

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৮) বছর। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ছয় মাস যাবত চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর শনিবার দুপুর সোয়া ১টায় সিলেট মাউন্ডএডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে হবিগঞ্জ শায়েস্তানগরস্থ বাসায় লাশ নিয়ে আসা হলে তাকে এক নজর দেখার জন্য জেলার সর্বস্তরের মানুষ ভীড় করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুন্যগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্ত্রী হবিগঞ্জ বি.কে.জি.সি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, বড় ছেলে ইফতেখার ইসলাম সফটওয়ার ইঞ্জিনিয়ার, ছোট ছেলে মোঃ সারওয়ার ইসলাম লন্ডন প্রবাসী ও মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুসরাত ইসলাম। আজ রবিবার বাদ যোহর ২টায় হবিগঞ্জ শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে নিজ বাড়ি সংলগ্ন শায়েস্তানগর ঈদগাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও আওয়ামীলীগ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির, বানিয়াচং আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য ও আওয়ামীলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সাবেক কমান্ডার আশরাফ বাবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও কমান্ডার মুন্সি আলহাজ্ব আব্দুর রহিম জুয়েল প্রমুখ।