Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগামীতে জাতীয় পার্টি ছাড়া আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না-আতিক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আগামীতে জাতীয় পার্টি ছাড়া আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। তাই দলীয় নেতাকর্মীদের এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন-পল্লীবন্ধু এরশাদ এদেশের উন্নয়নের সংস্কারক। তার শাসন আমলে এদেশের উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন-পল্লীবন্ধু এরশাদ ২০ বছর আগে যে উন্নয়নের পরিকল্পনা করেন। সেই উন্নয়ন ২০ বছর পর অন্যান্য দল বাস্তবায়ন করেন। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য আহ্বান জানান। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, আব্দুল মুকিত লস্কর, প্রফেসার আবিদুর রহমান, শাহ আবুল খায়ের, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ময়না, শাহজাহান তালুকদার, আবু তালেব, তোরাব আলী, গাজী মিজবাহ উদ্দিন, কদর আলী মোল্লা, হাবিবুর রহমান আশিক মাস্টার, আব্দুস সালাম মেম্বার, আব্দুস শহীদ, হাজী আব্দুল কাইয়ূম, শামছুল আলম, আব্দুল আহাদ মিয়া, আব্দুল করিম, রাবেয়া বেগম, জুবায়ের হোসেন, বিপ্লব চন্দ্র দেব, আব্দুল খালেক প্রমূখ। এছাড়া জেলা জাতীয় পার্টি সকল সদস্য, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা করা হয়।