Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র সূত্রধর, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরন অনুষ্টান অনুষ্টিত হয়। শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায় এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুল হক। সংবর্ধিত অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র সূত্রধর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আরিছ মিয়া, ইউআরসি ইনষ্ট্রাক্টর মোঃ মেজবাহ উদ্দিন, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ সফিকুর রহমান।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি কৃপেশ রঞ্জন দাশ, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, ফিউচার গ্র“ফ ইনষ্ট্রাক্টর মাসুদ কবির, বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবিন্দ্র চন্দ্র দাশ, নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজিত চন্দ্র দাশ। অনুষ্টানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, গীতা পাঠ করেন প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ। মানপত্র পাঠ করেন লাভলী রায়, শিরিন ফাতেমা, সমিরন কিশোর দাশ, মোঃ তোফাজ্জল হক। অনুষ্টান শেষে শিক্ষক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ রতন দাশের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়। অনুষ্টানে অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস শহীদ চেীধুরী, লক্ষ্মী কান্ত দাশ, মুহিবুজ্জামান চৌধুরী, রবীন্দ্র চন্দ্র দাশ, মোঃ আখলাকুর রহমান, সুলেখা রানী দাশকে বিদায়ী সংবর্ধনা এবং ৮৩ জন নবীন প্রাক প্রাথমিক শিক্ষকদেরকে বরন করা হয়।