Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিজয় দিবসের দিন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানী করে বখাটে যুবক। এর প্রতিবাদে শায়েস্তাগঞ্জ সচেতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে নানা কর্মসূচী পালন করে আসছে। তারপরও নির্যাতিত ছাত্রী কোন সঠিক বিচার পায়নি।
গতকাল ২২ ডিসেম্বর দাউদনগর বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, সঠিক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, নাট্য ব্যক্তিত্ব রাজু বিশ্বাস, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কাউন্সিলের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মিয়া, আওয়ামীলীগ নেতা জিতু লস্কর, মাসুদুর রহমান বাবু, সেন্টু রায়, ছাত্র-যুব পরিষদের আহবায়ক মোশারফ হোসেন শাহেদ, সৈয়দ এবাদুল হক শাহীন, জুনায়েদ তালুকদার, জয়নাল সরদার, ছাত্রনেতা এমরান আহমেদ, সাইদুল ইসলাম সোহাগ, দেবাশীষ রায়, সুজিত বণিক প্রমুখ।
এ সভায় বক্তারা বলেন, কেন এখন পর্যন্ত স্কুল ছাত্রী সঠিক বিচার পেল না। এর জবাব চাই। এর জন্য ব্যর্থতার পরিচয় দেওয়ায় স্কুল প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ম্যানেজিং কমটিরি সভাপতি জামাল মেম্বার, স্কুল শিক্ষক আব্দুল কাদির ও মিতা রাণী পালের অপসারণ দাবী করা হয়েছে। বখাটে যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
সামনে জেলা পরিষদ নির্বাচন থাকায় ২৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে নাঈম নামে এক যুবক শ্লীলতাহানি করে। এনিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।