Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ব্র্যাকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ ব্র্যাক বানিয়াচং সমন্বিত উন্নয়ন কর্মসুচীর উদ্যোগে অনুষ্ঠিত হল কিশোর কিশোরীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬। ব্র্যাক বানিয়াচং সদর অফিস চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী ইলিয়াছ ফরাজী। উক্ত প্রতিযোগীতায় বানিয়াচং সদর, চৌধুরীবাজার, কাগাপাশা, আলীগঞ্জ, ইকরাম, সুজাতপুর ও মাকুর্লী অফিসের ৮০ জন কিশোর-কিশোরী ৬টি ইভেন্টে অংক দৌড়, দড়িলাফ, মিউজিকেল চেয়ার, নাচ, গান ও কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী এ এইচ এম মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (বিইপি) মোস্তফা কবির, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (এম এফ) মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (সিইপি) সুলতান মাহমুদ সুমন, পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ ইছাক মিয়া ও মনিয়া সুলতানা। সঞ্চালনায় ছিলেন আবুল মাসাকিন। এতে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, তরুন কন্ঠ শিল্পী রাজিব ভট্টাচার্য্য ও মাছরাঙ্গা টিভি চ্যানেল এর বাউলিয়া অনুষ্ঠানের উদয়মান শিল্পী সুমন।