Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মোটরসাইকেল চোরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্টাফ রিপোর্টার ॥ সদর হাসপাতালের জরুরী বিভাগের সামন থেকে আটক মোটরসাইকেল চোর চক্রের সদস্য আল মামুন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল সোমবার বিকালে থানা হাজত থেকে তাকে আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। আল মামুন নবীগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র। আদালতে ৩০ মিনিটের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে শহর থেকে ৫টি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার অন্যান্য সহযোগিদের নাম প্রকাশ করে। আল মামুন তার জবানবন্দিতে জানায়, নকল চাবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে তারা ডিসকভার, পালসারসহ বিভিন্ন মোটরসাইকেল চুরি করে হবিগঞ্জ জেলার বাইরে নিয়ে বিক্রি করে। সম্প্রতি সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মোটরসাইকেল জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে চুরির পর পুলিশ চোরদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চালায়। সিসি টিভির ফুটেজের মাধ্যমে জনতা আল মামুনকে পুলিশে সোপর্দ করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে আবুল কাশেম চৌধুরীর মোটরসাইকেল উদ্ধার করে।