Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে টেবিল টেনিস খেলোয়াড় বাছাইয় ও প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হবিগঞ্জে অনুর্ধ্ব ১৬ বছর বয়সী খেলোয়াড়দের বাছাই কার্যক্রম ও নির্বাচিত খেলোয়াড়দের ১৫ দিনের আবাসিক প্রশিণক্ষ ক্যাম্প উদ্বোধন হয়েছে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে গতকাল সকালে প্রধান অতিথি হিসাবে এই বাছাই কার্যক্রম ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ-সচিব সফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, আব্দুল মোতালিব মমরাজ, মঈনুদ্দিন তালুকদার সাচ্চু ও হুমায়ুন কবীর চৌধুরী সাহেদ। ক্যাম্পে প্রশিক্ষণের দায়িত্ব পালন করন জয়নাল আবেদীন তপু। বাছাই কার্যক্রমে ১৫ জন বালিকা ও ৪৫ জন বালক অংশ নেয়। পরে ৮ জন বালক এবং ৮ জন বালিকাকে নিয়ে ১৫ দিনের ক্যাম্প শুরু হয়।