Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অধ্যাপক ডাঃ এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প ২৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে এলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশ এর কনসালটেন্ট, কার্ডিওলজি বিশিষ্ট চিকিৎসক নবীগঞ্জের কৃতি সন্তান ডাঃ মোঃ খালেদ মোহসীন। তিনি তার নিজ এলাকার গরীব দুঃখী মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে তার পিতা মরহুম অধ্যাপক ডাঃ এম এ খালেকের নামে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও এলাকায় গড়ে তুলেছেন অধ্যাপক ডাঃ এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সার্বিক সহযোগিতায় আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার হাসপাতালে এলাকার দরিদ্রসহ সকল ধরণের রোগীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা খরচে চিকিৎসা প্রদান করা হবে। মেডিকেল ক্যাম্প সফল করার জন্য গতকাল শুক্রবার বিকেলে তিনি এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোঃ খালেদ মোহসীন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, মনসুর ঘোরী জিতু, মোঃ বয়েত উল্লাহ, রুহেল আহমেদ চৌধুরী, সৈয়দ লিয়াকত আলী, সাহিদুর রহমান, অ্যাডভোকেট লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ইঞ্জিনার মনিরুল হক, হুমায়ূন কবির, বজলুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ খালেদ মোহসীন বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এলাকার মানুষের সেবা করার। বাবার স্বপ্ন পূরণের জন্য এখানে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত করেছি। এখানে মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনী, শিশু ও ইসিজি এক্স-রে করা হবে। তিনি বলেন, হাসপাতালটি আমি গড়ে তুললেও এটি এলাকার সকলকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সভায় মেডিকেল ক্যাম্প রোগীদের রেজিষ্ট্রেশন করার জন্য নজরুল ইসলাম-০১৭১২২৮০৫১৩, মাহবুবুর রহমান হারুন-০১৭১১-৯৮৩১০৬, কামরুজ্জামান-০১৭২০-৪০২৭৮০, সালেহ আহমেদ ০১৭২০-২৭২৯৫১ ও জেবা আক্তার-০১৭৫১-১৫০২৭০ নাম্বারে যোগাযোগ করতে হবে।