Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদ্যাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, একজন বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধকালীন নিজ অভিজ্ঞতার বর্ণনা দেন উমেদনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের মিয়া। তাঁকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির প্রাক্তণ সদস্য রাখাল দাস, স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক গৌতম সরকার, শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেন দর্শনের প্রভাষক জাহির আলম, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রনজু পাল, ইংরেজীর প্রভাষক লতিফ হোসেন, সংস্কৃতের প্রভাষক মানিক ভট্টাচার্য্য। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে রফিকুল ইসলাম, শহীদুল হক সৈকত, মোস্তাক আহমেদ রাজীব প্রমূখ। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে খাদিজা আক্তার, সাগর সূত্রধর ও অনিক রায়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য বিশেষ পুরষ্কার দেওয়া হয় প্রাক্তন ছাত্র দীপঙ্কর দাশ ও ছাত্রী নুপুর আচার্য্যকে। আলোচনা সভার পর ছাত্র-ছাত্রী ও শিক্ষিকামন্ডলীর পরিবেশনায় দেশাত্ববোধক গান এবং বাংলার প্রভাষক জান্নাতুল ইসলাম শামীমের নির্দেশনায় নাটক ‘ঈশ্বরের আদালত’ প্রদর্শিত হয়।