Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালতে বিশৃংখলার অভিযোগে মাধবুরের আ.লীগ নেতার হাজতবাস

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে এজলাসের ভেতর বিশৃংখলা সৃষ্টি ও পুলিশের সাথে অশোভন আচরণের অভিযোগে মিজানুর রহমান অনিক (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ। প্রায় ৪ ঘন্টা আটক থাকার পর নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করলে আদালত তাকে মুক্তি দেন। গতকাল বৃহস্পতিবার দুপর ১টার দিকে আদালত চলাকালীন সময়ে মাধবপুর কগ-৬ আদালতের ভেতর আদালতের দায়িত্ব প্রাপ্ত কনস্টেবল মওদুদের সাথে মিজানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিজানকে আদালতের বাইরে যাওয়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে হট্টগোল সৃষ্টি করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক মিজানকে আটকের নির্দেশ দেন বিচারক নিশাত সুলতানা। আদালতের আদেশে পুলিশ তাৎক্ষনিক মিজানকে আটক করে হাজতখানায় নিয়ে যায়। মিজানুর রহমান মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র ও আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা হাজতখানায় আটক থাকার পর নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করলে আদালত তাকে মুক্তি দেন। এদিকে স্থানীয় একটি সুত্র জানায় মিজানুর রহমান অনিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মাধবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরী রয়েছে।
হাজতখানায় মিজানুর রহমান অনিক জানান, পুলিশ আমাকে এজলাসের ভেতর থেকে অশোভন আচরণের মাধ্যমে বের করে দেয়। আমি প্রতিবাদ করায় আমাকে বিচারকের কাছে নিয়ে যায়।
কোর্ট পরির্দশক কামাল হোসেন জানান, আদালতের নির্দেশে তাকে আটক করা হয়েছিল। পরে আদালতের নিকট ক্ষমা প্রার্থণা করায় তাকে মুক্তি দেয়া হয়।