Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আলা হযরত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জশনে জুলুছ উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় শিক্ষা ও সেবামূলক সংস্থার আলা হযরত ইমাম আহমদ রেযা (রহ.) ফাউন্ডেশন হবিগঞ্জের ব্যবস্থাপনায় গতকাল ১২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে হবিগঞ্জ পৌর মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা, জশনে জুলুছ ও মিলাদ মাহফিল মাওলানা আজিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম ও আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিনের যৌথ উপস্থাপনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তুহিন আহমেদ। নাতে রাসুল পাঠ করেন হাফেজ অলি আহমেদ। বক্তব্য রাখেন মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলান সোলায়মান খান রাব্বনী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সৈয়দ হোসেন, মাওলানা মঈন উদ্দিন আশরাফী, মাওলানা মহি উদ্দিন, মাওলানা শহীদুল ইসলাম, কাজী আব্দুর করিম, এমজি মোহিত, মাওলানা নূরুল হুদা, আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আবুল কালাম, মাওলানা মুফতি ফজলুল হক, মাওলানা মশিউর রহমান, মাওলানা তোফায়েল আহমেদ, এডঃ সৈয়দ জাদিল উদ্দিন, আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, মুফতি আব্দুস শহীদ, আব্দুল সাত্তার নূরী প্রমূখ।
সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। তারা বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিশ্ব জাহানের মালিক আর হযরত মুহাম্মদ (স.) তারই প্রেরিত নবী বা রাসুল। বক্তারা বিশ্বের সকল মুসলিমকে দয়াল নবীর জীবনাদর্শ অনুসর করার জন্য আহ্বান জানান এবং মায়ানমারসহ সারা জাহানের নির্যাতিত মুসলিম উম্মার পাশে বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় সংস্থার প্রতিনিধিগের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মালেক, মুফতি সরোয়ার ফেরদৌস খান, মাওলানা গোলাম সরোয়ার আলম, মাওলানা সাইফুল মোস্তফা, প্রফেসর সফিউল আলম চৌধুরী, মাওলানা ইজাজুল ইসলাম খান, মাওলানা খায়ের উদ্দিন, মুসলিম খান, মাওলানা মহিউদ্দিন জালালী, আমিনুল ইসলাম, জালাল উদ্দিন আল আবেদী, কুতুবুল হাসান চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশিকুর রহমান, হাবিবুর রহমান, মাওলানা মহিবুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, হাফেজ জাহিদ আহমদ, মুমিন রেজভী, শেখ মোঃ আইয়ূব আলী তৈয়বী, তাজুল ইসলাম আক্তারী প্রমূখ।
আলোচন শেষে হবিগঞ্জ শহরে এক বর্ণাঢ্য জসনে জুলুছ বের করা হয়। জুলুছটি সারা শহর প্রদিক্ষণ শেষে পুনরায় পৌর মাঠে গিয়ে সমবেত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।