Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই সাহিদ মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই মির্জা মাহমুদুল করিমকে। তিনি জানান, গত রবিবার দুপুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ২নং পুল এলাকায় পুলিশ তল্লাশী শুরু করে। এ সময় ৩ মোটরসাইকেলযোগে ৩ জন করে ৯ যুবক শহরে প্রবেশের চেষ্টা করেন। তখন দায়িত্বরত এসআই সাহিদ মিয়া তাদেরকে আটকিয়ে কাগজপত্র দেখতে চান এবং প্রতি সাইকেলে ২ জন করে যেতে বলেন। এ সময় আরোহীরা পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদানের চেষ্টা করে।
এ নিয়ে তাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ওই এসআই’র কথা না শুনেই শহরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে এবং শতাধিক লোক নিয়ে থানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এ সময় তারা পুলিশের দুইটি পিকআপ, হবিগঞ্জ সহকারি পুলিশ সুপারের গাড়ি ভাংচুর করে। তাদের ইটপাটকেল নিক্ষেপে থানা অভ্যন্তরের সার্ভিস ডেলিভারী রোমের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাদের হামলায়, এসআই অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল নিজাম, ওয়াহেদ, রুবেল, উজ্জল ও জাকির আহত হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।