Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভা

লন্ডন প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জের গৌরবোজ্জল ইতিহাস হবিগঞ্জবাসীকেই তুলে ধরতে হবে। সঠিকভাবে ইতিহাস না তুলে ধরায় নতুন প্রজন্ম আজ হবিগঞ্জের বীরকোচিত ইতিহআস ভুলে যেতে বসেছে। আমাদের হবিগঞ্জ তথা বাংলাদেশের অনেকেই আজ জানেন না যে মুজিবনগর সরকার গঠনের পূর্বে হবিগঞ্জ থেকেই সারা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হতো। হবিগঞ্জে বসেই পুরো মুক্তিযুদ্ধের ছক তৈরী হয়। যুদ্ধ পরিচালনার জন্য সারাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সহ-সর্বাধিনায়ক, সেক্টর কমান্ডার, বেসামরিক সেক্টর কমান্ডার, গেরিলা বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের সংগঠকসহ সকল ক্ষেত্রে হবিগঞ্জ যে গৌরবোজ্জল স্বাক্ষর রেখেছে তা নিয়ে হবিগঞ্জের সন্তান হিসেবে আমরা গর্ব করি। গত ৬ ডিসেম্বর মঙ্গলবার হবিগঞ্জ

মুক্ত দিবস উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়াইটচেপেলের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি ও ১৯৭১ সালের ১৯ মার্চ গাজিপুরের জয়দেবপুরের প্রথম প্রত্যক্ষ প্রতিরোধ আন্দোলনের সম্মুখ যুদ্ধা কমিউনিটি ব্যক্তিত্ব এম এ আজিজের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক এ রহমান অলির সঞ্চালনায় অনুষ্টিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের পিএইচডি গবেষক জহিরুল হক শাকিল। আলোচনায় অংশ নেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শহীদুল আলম চৌধুরী বাচ্চু, সহ-সম্পাদক কামাল চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মমিন আলী, সাংষ্কৃতিক সম্পাদক ও জীবন সংকেত নাট্যগোষ্ঠীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু, বৃটিশ বর্ডার এজেন্সীর কর্মকর্তা সালাউদ্দিন কাহির, একাউন্টেন্ট ইমরুল হোসেন, বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র নেতৃবৃন্দ অংশ নেন। তন্মধ্যে ছিলেন সাবেক সভাপতি ব্যরিস্টার আতাউর রহমান, চীপ চ্যারিটি কোর্ডিন্টর মুনছব আলী জেপি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ফিরোজ খান, চেস্টার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের সাধারন সম্পাদক জসিম উদ্দীন, কোষাধ্যক্ষ কয়ছর আহম্মদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি এম, এ, গফুর, সাধারন সম্পাদক আব্দুল মালিক, সদস্য রুহুল আমিন ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মির্জা আসহাব বেগ প্রমূখ।