Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে বীরাঙ্গনাদের হাতে আনুষ্ঠানিক গেজেট হস্তান্তর

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ একাত্তরের নির্যাতিত মৌলভীবাজারের দুই বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে আনুষ্ঠানিকভাবে গেজেট হস্তান্তর করা হয়েছে। আজ দুুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মাধবপাশা এলাকায় নির্যাতিত মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃত মনোয়ারা এবং মিনারা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে গেজেট তুলে দেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মনোয়ারা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মাধবপাশা এলাকার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং মিনারা বেগম কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তৃত রহমত আলীর মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় একাত্তরের নির্যাতিত মুক্তিযোদ্ধা হিসেবে এই নারীরা স্বীকৃতি পেলেন। ফলে এখন থেকে তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাসহ সকল সুবিধাদি ভোগ করতে পারবেন। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরী বলেন, যেসব নির্যাতিত নারী মুক্তিযোদ্ধারা এখনও স্বীকৃতি পাননি, তাঁদের তালিকাভুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত আছে।