Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার হেলাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আন্তঃজেলা ডাকাতদলের সরদার হেলাল মিয়াকে (৩৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যমুনাবাদ গ্রামের ডাকাত সরদার ছুরত আলীর পুত্র ও কথিত সোর্স মতুর্জ আলীর ভাতিজা। শনিবার সকালে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ, এসআই অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুরে অভিযান চালিয়ে আলমগীর মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে তাকে সদর থানায় নিয়ে আসা হয়। গতকাল রবিবার সকালে সাংবাদিকদের সামনে তাকে হাজির করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হেলাল শহরের শ্যামলী, অনন্তপুর এলাকার বেশ কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত। তার পরামর্শেই শহরে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার অন্য সহযোগিদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে এ মুর্হুতে তা প্রকাশ করছে না।
ওসি ইয়াছিনুল হক আরো জানান, গত বছরের জানুয়ারি মাসে বেশ কয়েকটি ডাকাতি মামলায় কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানায়, ডাকাতি সংঘটিত করেই সে হবিগঞ্জ ত্যাগ করে অন্যত্র চলে যায়। ফলে তাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্প্রতি হবিগঞ্জসহ বিভিন্নস্থানে সংঘটিত ডাকাতির ঘটনার অন্যতম আসামী। গতকাল রবিবার বিকালে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এসআই আব্দুল্লা জাহিদ।