Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইর হাওরে মাছের পোনা অবমুক্ত কালে এমপি আবু জাহির পরিকল্পিতভাবে মৎস্য আহরণ করলে বিদেশেও মাছ রপ্তানী করা সম্ভব হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার জেলে বান্ধব সরকার। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আইন করেছিল জাল যার জলা তার, কিন্তু পরবর্তী সরকার ক্ষমতায় এসে এই আইন বাতিল করে দেয়ায় জেলেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জেলেদের অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করেন। তিনি বলেন এক সময় আমাদের হাওড় ছিল মাছ আর মাছে পরিপুর্ণ। কিন্তু লোকসংখ্যার বৃদ্ধি, অপরিকল্পিত মৎস্য আহরন ও মাছের আশ্রয় বিনষ্ট করায় এখন হাওড়ে মাছের আকাল দেখা দিয়েছে। এ আকাল দুর করতে বর্তমান সরকার হাওড়ের উন্নয়ন ও মাছের অবয়াশ্রম সৃষ্টি এবং মাছের পোনা অবমুক্তির মাধ্যমে আবারও হাওড় মাছে মাছে পরিপুর্ণ হচ্ছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে মৎস্য আহরণ করা হলে দেশে আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানী করা সম্ভব হবে।
গতকাল দুপুরে চিকনপুর ব্রীজের পাশে মাছের পোনা অবমুক্ত করণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।