Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দেড়শতাধিক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের হুমকি

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং যাত্রাপাশা বনমথুরার দেড় শতাধিক ভূমিহীন পরিবারকে দখলীয় সরকারী খাস ভূমি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। গতকাল প্রতিকার চেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভূমিহীন পরিবারের লোকজন। প্রায় শতাধিক ভূমিহীন নারী-পুরুষ মিছিলসহকারে উপস্থিত হয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ’এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, প্রায় ২০ থেকে ৩০ বছর যাবৎ তারা যাত্রাপাশা বন মথুরার সাবেক জে,এলনং ১০৩, হাল ১০৯, এসএ খতিয়ান ১, সাবেক দাগ নং ১৫৭৭, হাল দাগ নং ১৫৭৭, এরিয়া ৪৫ একর ৫০ শতাংশ লায়েক পতিত ও এসএ খতিয়ান নং ১৪৭, দাগ নং ১৫০০, এরিয়া ১ একর ৫৫ শতাংশ খেলার মাঠ রকম ভূমি দীঘদিন যাবৎ দখলকার নিযুক্ত হয়ে ভোগ দখল করে আসছেন। দখলীয় ভূমি নিজেদের নামে বন্দোবস্ত পেতে ভূমিহীনরা বানিয়াচংয়ের এসিল্যান্ড বরাবরে আবেদনও করেছেন। এ অবস্থায় সম্প্রতি যাত্রাপাশা এলাকার আরিছ উল্বার ছেলে আরজু মিয়া, সাবান উল্বার ছেলে দুদু মিয়া, সাদত উল্বার ছেলে আমিন মিয়া, সরাফত উল্বার ছেলে দুদু মিয়াসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র ভূমিহীনদের জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দিয়ে উক্ত জায়গাটি দখলের পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে উক্ত জায়গা থেকে এ চক্রটি প্রায় ৫০ লাখ টাকার মাটি উত্তোলন করে নিয়ে যায় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। উক্ত খাস ভূমিতে ১টি কবরস্থান, ২টি মসজিদ, ১টি হাফিজিয়া মাদ্রাসা, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি কমিউনিটি ক্লিনিক ও চারদিকে গ্রামবাসী বেষ্টিত থাকা সত্ত্বেও মোটা অংকের টাকা দিয়ে সেটেলমেন্ট জরিপে নিজেদের নামে কিভাবে সরকারী খাস ভূমি ভূমিদস্যুরা রেকর্ড করেছে এ প্রশ্নও স্মারকলিপিতে উত্থাপন করে ভূমিহীনরা। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা। একই সাথে ভূমিহীনদের নামে উল্লেখিত খাস ভূমি বন্দোবস্ত দেয়ারও দাবী জানান। স্মারকলিপিতে ভূমিহীনদের পক্ষে যাত্রাপাশা গ্রামের আব্দুল হেকিমের ছেলে সুহেল মিয়াসহ ১১৩জন ভূমিহীন স্বাক্ষর করেন। স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে ভূমিহীনদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।