Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইমাম সমিতির নেতৃবৃন্দের সভায় এমপি কেয়া চৌধুরী ॥ জঙ্গীবাদ দমনে সরকার গতিশীল কার্যক্রম পরিচালনা করছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম সমিতির নেতৃবৃন্দের সভায় এমপি কেয়া চৌধুরী বলেছেন, জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গতিশীল কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে জঙ্গীবাদ দমনে সফলতা এসেছে। মনে রাখতে হবে জঙ্গীরা কারো বন্ধু হতে পারে না। তাদের সন্ধান পেলেই প্রশাসনকে অবগত করতে হবে। এদেশের সীমানায় তাদের স্থান হবে না। তিনি বলেন, জঙ্গীবাদ দমনে ইমামদের ভূমিকা রয়েছে। এমপি কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় দ্বীনি শিক্ষাকে আরও এগিয়ে নিতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৪টি কোরআন শিক্ষা মক্তব চালু করে দিয়েছি। ইমামদের উদ্দেশ্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আপনারা জঙ্গীবাদ দমনে কাজ করুন। সভায় তিনি (এমপি কেয়া চৌধুরী) ইমাম সমিতিকে ৫০ হাজার টাকা অনুদান ও ইসমাইল হিফজুল কোরআন এতিমখানায় ১ লাখ টাকা মূল্যের একটি গভীর নলকূপ দেয়ার ঘোষণা দেন। কাউন্সিলর কবির আহমদের সভাপতিত্বে ও মাওঃ আশিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, যুবলীগের আহ্বায়ক ফজলুর হক চৌধুরী সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ, করগাঁও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাস, মেম্বার সাইদুর মিয়া, থানা মসজিদের ইমাম সফিকুর রহমান প্রমুখ। এ সময় ইমাম সমিতির নেতৃবৃন্দ, এতিমখানার শিক্ষার্থী, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।