Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিজামপুর দাখিল মাদ্রাসায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইমাম ঐক্য সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র জশন্ েজুলুছ ও ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভা গতকাল সকাল ৯ ঘটিকায় নিজামপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াত জামায়াত নিজামপুর ইউনিয়নের সভাপতি ডাঃ কুতুব উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইফুল মোস্তফার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ শাহী ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। বিশেষ অতিথি ছিলেন হাজী আলিম উল্লা মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিম ধুলিয়াখাল মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী, নিজামপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, নিতাইর চক মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ মহিউদ্দিন, মোঃ সোহেল মিয়া মেম্বার, মোঃ মাসুক মিয়া, মুসলিম খান, শরীফাবাদ মাদ্রাসার সুপার মাওঃ খাইরুদ্দিন, মোঃ বশির মিয়া, নিজামপুর মাদ্রাসার সুপার মাওঃ ইজাজুল ইসলাম খান, মাস্টার আঃ আউয়াল, মোঃ আব্দুল জব্বার, হাফেজ আব্দাল মিয়া, মাওঃ মিজবাহ উদ্দিন, ক্বারী মাওঃ জালাল উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, নবী করিম (সাঃ) এর জন্ম এবং মৃত্যু উভয়ই উম্মতের জন্য কল্যাণকর। আল্লাহ তায়ালা যদি নবীকরিম (সাঃ) কে সৃষ্টি না করতেন তাহলে কোন কিছুই সৃষ্টি করতেন না। তাই নবীকরিম (সাঃ) এর আগমণে খুশি উদযাপন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ঈমানী দায়িত্ব।