Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে দুই চেয়ারম্যানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫১ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। শনিবার দুপুরে উপজেলার মুড়াকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মাঝে একাধিকবার হামলা সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়া নিয়ে লিয়াকত আলীর ভাই অটোরিকশা মালিক সমিতির একাংশের সভাপতি কাউছার আহমেদের সঙ্গে ঝগড়া হয় আরেক অংশের নেতা সেলিম মিয়ার। এ সময় সেলিম মিয়ার পক্ষ নেয় আহম্মদ আলীর গোষ্ঠীর লোকজন। এক পর্যায়ে তারা টেঁটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ আহত হয়েছেন। এছাড়া দুই পক্ষের অনেকে আহত হয়েছেন।