Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাগুড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের নাগুড়া গ্রামে অমর চাদ দাশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন নাগুরা গ্রামের মৃত প্রহল্লাদ চন্দ্র দাশের পুত্র পিন্টু দাশ। আবেদনে তিনি উল্লেখ্য করেন নাগুরা গ্রামের মৃত শশী মোহন দাশের পুত্র অমর চাদ দাশ তত্ত্ব গোপন করে নাগুরা মৌজার জেএল নং-২১৯, দাগ নং-১-৪৯০-৩ এ ৯০ শতক জমি বন্দোবস্ত নেন। পিন্টু দাশ ২০১৩ সালের ১৯ জুলাই জেলা প্রশাসকের কাছে ওই জমির বন্দোবস্ত বাতিলের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ২০১৫ সালের ১ ডিসেম্বর অমর চাদ দাশের নামে প্রাপ্ত জমি বন্দোবস্ত বাতিল করা হয়। এছাড়া পিন্টু দাশ প্রকৃত ভূমিহীন হওয়ায় যাচাই বাছাই করে জেএল নং-২১৯, দাগ নং-৪৯০ হতে পিন্টু দাশকে ৩০ শতক জমি বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু গত ১ ডিসেম্বর অমর চাদ দাশ পিন্টু দাশের বন্দোবস্তকৃত ভূমি থেকে জোরপূর্বক মাঠি উত্তোলন করে ঘর নির্মাশ করে ফেলেন। পিন্টু দাশ সরজমিনে তদন্ত পূর্বক জায়গা দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর সদয় দৃষ্ঠি কামনা করেন।