Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি আবু জাহিরের মধ্যস্থতায় তরপ উচ্চ বিদ্যালয়ে সংঘটিত ঘটনার নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের মধ্যস্থতায় সদর উপজেলার তরপ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিকক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনা সালিশে নিষ্পত্তি করা হয়েছে। এ সময় হামলাকারীদের ৫০ হাজার জরিমানা ও শিক্ষককের পা ধরে মা প্রার্থনা করানো হয়।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ঘটনা সালিশে নিষ্পত্তির উদ্যোগে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর সভাপতিত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ানের উপস্থিতিতে সভায় উভয় পক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানকে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে লাঞ্ছিতকারী উস্তার মিয়া, শাহ রাহেল, শাহ লিটন, চান মিয়ার প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই শিক্ষককের পা ধরে ক্ষমা প্রার্থনা করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাহেব আলী, বিশিষ্ট মুরুব্বী সৈয়দ আব্দুল বশির বাচ্চু মিয়া, বিশিষ্ট মুরুব্বী আম্বর আলী, তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেল, ইউপি সদস্য মোঃ আলা উদ্দিন, রফিক আলী, শাহ দুদু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার, আইয়ূব আলী, সাবেক মেম্বার শফিক আলী,আবুল হোসেন দুদু, আলা উদ্দিন (তৈয়ব আলী) প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুরে স্থানীয় আউশপাড়া গ্রামের চান মিয়ার পুত্র লিটন মিয়াকে এসএসসি টেস্ট পরীক্ষায় কৃতকার্য করে না দেয়ায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ওই ব্যক্তিরা প্রকাশ্যে লাঞ্ছিত করে। এ ঘটনায় লাঞ্ছিতকারীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীরা। পরে ওই দিন রাতেই প্রধান শিক্ষক বাদী হয়ে সদর থানায় উস্তার মিয়া, চান মিয়া, শাহ রাহেল ও শাহ লিটন মিয়াকে আসামী করে একটি অভিযোগ দাযের করেন। এ প্রেক্ষিতে গতকাল শুক্রবার এমপি আবু জাহির, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ এলাকার বিশিষ্ট মুররুব্বিয়ানের আন্তরিক প্রচেষ্টায় উক্ত সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।