Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

থানা মোড় থেকে মোবাইল চুরির অভিযোগে এনজিও কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে অভিনব কায়দায় মোবাইল চুরির অভিযোগে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তার দাবি তিনি চুরি নয়, চুরির মোবাইল কিনে অপরাধী হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাথিরথান গ্রামের এক প্রবাসির স্ত্রীর বাড়িতে।
জানা যায়, কুয়েত প্রবাসী কুদ্দুছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (২৫) এর ঘর থেকে ২০ দিন আগে একটি স্যামসং মোবাইল ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। পুলিশ আইএমই নম্বরের সুত্র ধরে জানতে পারে একই উপজেলার ডেমেশ্বর গ্রামের লাল মিয়ার পুত্র এনজিও কর্মী মোজাম্মেল হক (২০) এর নিকট রয়েছে। পরে পুলিশের কথামতো অভিনব কায়দায় ফেলে তার সাথে দেখা করতে বলে মোজাম্মেলকে। ওই গৃহবধুর কথা মতো গতকাল শুক্রবার দুপুরে মোজাম্মেল সার্কিট হাউজ এলাকায় দেখা করতে আসে। এদিকে সাদা পোশাকে উৎপেতে থাকা পুলিশ মোজাম্মেলকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে মোজাম্মেল জানায়, সে চুরি করেনি একই গ্রামের কাজী জারু মিয়ার পুত্র কাজী দুলন মিয়ার নিকট থেকে কিনেছে। লিপি আক্তার জানায়, তার স্বামী বিদেশ থেকে তাকে এ মোবাইলটি দিয়েছিল।