Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিল্পকলা একাডেমির উদ্যোগে বধ্যভূমিতে আলোক প্রজ্জলন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস উদযান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যা ৬টায় শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে আলোক প্রজ্জলন কর্মসূচির আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণ এবং মযার্দাদান এবং গণহত্যা প্রতিরোধের লক্ষে দিবসটি উৎযাপন করা হয়ে থাকে।
গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আলোক প্রজ্জলন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সার্জেন্ট মোঃ আব্দুল আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শায়েস্তাগঞ্জ এর আহ্বায়ক মোঃ সোহরাব আলী, শায়েস্তাগঞ্জ থিয়েটারের প্রধান সমন্বয়কারী মোঃ মতিউর রহমান জিতু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাব আলী, বীর বিক্রম মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বজলু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ঝুনা মিয়া, শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল হক রেনু ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ।