Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ নামের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রওশন বেগম, পুটিজুরী এসসি উচ্ছ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ, ফুলেমা রাণী দেব, প্রতিভা রাণী পাল ও ছাত্র ফেরদৌস আহমেদ হৃদয়। অনুষ্ঠানে ৫ জন নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ হিসেবে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ মৌরি গ্রামের মৃৎশিল্পী প্রতিভা রাণী পাল, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ সেলিমনগর গ্রামের ফুলেমা রাণী দেব, ‘সফল জননী নারী’ মণ্ডলকাপন গ্রামের অনিমা রাণী পাল, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী’ বাদেরামেশ্বরপুর গ্রামের মোছাঃ মনোয়ারা খাতুন এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ রশিদপুর চা বাগানের মিনতী রাণী যাদবকে ক্রেস্ট প্রদান করা হয়।