Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের আলোচিত আওয়ামীলীগ কর্মী মহসীন হত্যা মামলার অন্যতম আসামী জাহাঙ্গীর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আলোচিত আওয়ামীলীগ কর্মী মহসীন মিয়া হত্যা মামলার অন্যতম আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভূষিমালের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া শহরের নাতিরাবাদস্থ খোয়াই মুখ এলাকার বাসিন্দা বিএনপি’র নেতা সোনাত্তর আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, জমি-জমাসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র নাতিরাবাদ খোয়াই মুখ এলাকার বাসিন্দা কামরুল ইসলামের ছেলে আওয়ামীলীগ নেতা প্রভাবশালী নজমুল ইসলাম গংদের সাথে একই এলাকার বাসিন্দা বিএনপি’র নেতা সোনাত্তর আলীর ছেলে বিএনপি’র কর্মী সোহেল রানা গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে এলাকার জন-মঙ্গল সমিতির সভাপতি পদ নিয়ে নজমুল ও সোহেল রানা গংদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংগঠনের সভাপতি নজমুল ও সোহেল রানা হতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার বিকেলে এলাকার মুরুব্বীয়ান উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠকে বসেন। শালিসে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। শালিসে নজমুলকে সভাপতি ঘোষণা দিলে সোহেল রানার লোকজন তাকে সভাপতি মানতে নারাজ হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ টিয়ারসেল কাঁদানে গ্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আওয়ামীলীগ কর্মী মহসীন মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন নিহত মহসীনের বাবা আহাদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামী হলেন-গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়া। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে মহসিন মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া নিহতের বাবা তাকে এজাহারে ২নং আসামী করেছেন। এ হিসেবেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ মামলার অন্যান্য আসামীদেরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেফতারকৃত জাহাঙ্গীরের পরিবারের দাবি, জায়গা নিয়ে বিরোধ থাকায় ষড়যন্ত্র মূলক ভাবে নজমুল ইসলাম তাকে মহসীন মিয়া হত্যা মামলার সাথে জড়িত করেছে।ৃ