Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রধান শিক্ষক শাহ আলম এর ইন্তেকাল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোরে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সকাল সাড়ে এগারটায় বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানি, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক সৈয়দ সাহেদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুর রহমান, স্কুল কমিটির সভাপতি মোঃ আনোয়ার মিয়া, ব্যবসায়ি মোঃ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল মজিদ, সোনার বাংলা মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এম মুজিবুর রহমান, সমাজসেবক আব্দুল হাই ছাবু মিয়া, মোঃ মাসুক মিয়া, তরুণ সমাজসেবক হাজী তাহিদুর রহমান, মোঃ বাদশা মিয়া, মোঃ আবু বক্কর সিদ্দিক, শেখ সফিকুজ্জামান শিপন, হাবিবুর রহমান কচি মিয়া, মোঃ আব্দুল মুমিনসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মুসল্লী।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠী গ্রামের বাসিন্দা প্রয়াত শিক্ষক সৈয়দ শাহ আলম প্রতিষ্ঠালগ্ন থেকে (প্রায় ২৩ বছর) নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরতর ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শিক্ষক শাহ আলমের অকাল মৃত্যুতে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কুর্শি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। জানাজা শেষে লাশ এ্যান্বুলেন্সেযোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।