Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত

রায়হান আহমেদ, চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ পালন করা হয়েছে। গতাকাল বুধবার সকালে চুনারুঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হতে এক র‌্যালী বের করা হয়। পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল-এর সভাপতিত্বে ও পল্লী বিদুৎ চুনারুঘাট জোনাল অফিস ম্যানাজার কাজী শওকাতুল আলম-এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্ত্তী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক প্রথম সেবা’র সম্পাদক কামরুল ইসলাম, রিপোর্টার্র্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাংবাদিক এস.এম সুলতান খান, সাংবাদিক মুহিত চৌধুরী, সাংবাদিক জিতু মিয়া, সাংবাদিক ফারুক মিয়া, মাষ্টার দুধু মিয়া, মাসুক মাষ্টারসহ চুনারুঘাট পল্লী বিদ্যুৎ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, একসময় মফস্বল এলাকার সব বাড়িতে বিদ্যুৎ ছিল না। দেশের সর্বত্র লোডশেডিং-এর যন্ত্রণায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করতে সমস্যা হতো। কিন্তু আজ লক্ষ্য করে দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-এর প্রচেষ্টায় দেশের প্রত্যেক অজোপাড়া গাঁয়েও আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। আজ নেই কোনো লোডশেডিং। রুপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা, সুন্দর বনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা সরকারের বিপ্লবী উদ্যোগ। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সার্থক করে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।