Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় হবিগঞ্জ জেলা। দিবসটি স্মরণে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ড। মঙ্গলবার সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রোকন উদ্দিন, এডিএম এমরান হোসেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল সহিদসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিজয় র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এদিকে চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট ইউনিট কমান্ড।