Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উচাইল, রাজিউড়া ও পইলে কুকুরের কামড়ে স্কুল ছাত্রসহ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল, রাজিউড়া ও পইল গ্রামে কুকুরের কামড়ে দুই স্কুল ছাত্র ও পত্রিকা বিক্রেতাসহ ৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় সুচিকিৎসা পাচ্ছে না রোগীরা। আহত সুত্রে জানা যায়, পইল গ্রামের পত্রিকা বিক্রেতা অন্ধ ছন্দু মিয়া (৪০) গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে পত্রিকা বিক্রি করছিল। এ সময় একটি কুকুর তাকে কামড় দেয়। এ ছাড়া দুপুরে উচাইল গ্রামের সুরত আলীর পুত্র স্কুল ছাত্র রুবেল (৬) ও রাজিউড়া গ্রামের আমির আলীর পুত্র স্কুল ছাত্র জুয়েল (৫) কে কুকুর কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত কয়েকদিন ধরে সদর হাসপাতালে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। ফলে হাসপাতালে আহতরা ডাক্তারের পরামর্শে তালা মার্কা সাবান দিয়েই কুকুরের কামড়ের ক্ষতস্থান পরিস্কার করেন। ইনজেকশন না পাওয়ায় রোগীরা আতংকে রয়েছেন।
এ ব্যাপারে আরএমও দেলোয়ার হোসেন জানান, বর্তমানে ভ্যাকসিন হাসপাতালে নেই। খূব শীঘ্রই আসবে।