Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষাই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারে। এক্ষেত্রে মন্দিরভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। গতকাল দুপুরে হবিগঞ্জ পিটিআই হলরুমে অনুষ্ঠিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, পৃথিবীর সকল ধর্মেই শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাই শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই ভবিষ্যত প্রজন্ম সমৃদ্ধ হবে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, পিটিআই’র সিনিয়র ইনস্ট্রাক্টর রওশন আরা খাতুন। প্রদীপ দাশ সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন পরেশ চন্দ্র দাস, কমল চন্দ্র দাস, পিয়ালী রায় প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শিক্ষার্থী সেজুতি রাণী দত্ত। অনুষ্ঠানে ২০১৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ ৫ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় ১৩৫টি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রে প্রতিবছর ৪ হাজার ২৫ জন শিশুকে পাঠদান করা হচ্ছে।